তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা স্বপ্নবাজ সফল রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানের পুত্র। পুত্র আপোসহীন নেত্রী চার চারবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার।শুধু তাই নয়, নিজেও জেল-জুলুম নির্যাতনের শিকার। এখানেই শেষ নয়, দেশ থেকে অনেক দূরে সুদূর প্রবাস থেকে তিনি হাসিনাবিরোধী গণআন্দোলনের নেতৃত্বদানকারী নেতা। তারপরও তারেক রহমানের নেতৃত্ব নিয়ে অনেকের মাঝে বিভেদ বিভ্রান্তি আছে। বিশেষ করে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর তাৎক্ষণিকভাবে দেশে না আসার জন্য। বিএনপির সকল স্তরের নেতাকর্মীসহ দেশবাসী, বিশেষ করে রাজনৈতিক নেতাকর্মীরা আশা করছিলেন তারেক রহমান দেশে ফিরে নব উদ্যোগে দলের নেতৃত্ব দেবেন। আর তাই তাদের নেতা তারেক রহমানের দেশে ফেরার দিন ঢাকায় কী অবস্থা হবে, কী অবস্থা করবেন তা নিয়ে তারা নানান চিন্তা-ভাবনা ও জল্পনা-কল্পনা করেন। এই চিন্তা-ভাবনা ও জল্পনা-কল্পনা ছিল এমন যে, তারেক রহমানের দেশে ফেরার দিন ঢাকায় বিএনপির...