বাংলাদেশের ফুটবলপ্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ-হংকং ম্যাচ দেখতে। হামজা-শমিতদের খেলা দেখতে তারা মুখিয়ে আছেন। স্টেডিয়ামে বসে খেলাটি সবাই না দেখতে পারলেও দেশজুড়ে মানেুষ টিভি পর্দার সামনে বসে কিংবা অনলাইনে কোন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সামনে বসে বাংলাদেশ দলকে উৎসাহ দিয়ে যাবেন। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঘরের মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়াম, ঢাকায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময রাত ৮টায়। মাঠের উত্তেজনা ঘরে বসে উপভোগ করতে চোখ রাখতে হবে টিভিতে কিংবা অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মে। বাংলাদেশ হংকং ম্যাচের ব্রডকাস্ট পার্টনার টি-স্পোর্টস ও নাগরিক টিভি। এই দুটি চ্যানেলেই এই ম্যাচটি সরাসরি উপভোগ করতে পারবেন দর্শকরা। এছাড়া ওটিটি পার্টনার হিসেবে আছে ‘আই স্ক্রিন’ ও ‘বঙ্গো’। এই দুটি ওটিটি প্লাটফর্মে সাবস্ক্রিবশন প্যাকেজ নিয়ে খেলা দেখেতে পারবেন...