নেত্রকোনার আটপাড়ায় এবার সারের ডিলার আল মামুন (৩২) নামের এক যুবককে হাত পা ও মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বুধবার (৮ অক্টোবর) রাতে জেলার আটপাড়া উপজেলার সুখারি ইউনিয়নের বাউসি বাজারের লোকজন রাতে বাড়ি ফেরার পথে সড়কের পাশে খালপাড়ে পড়ে থাকা অবস্থায় মামুনকে উদ্ধার করে। এ ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় জনমনে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। আটপাড়া সুখারি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হান্নান তারা মিয়ার একমাত্র ছেলে আল মামুন। ভুক্তভোগী আল মামুন জানায়, তাকে গেল কয়েক মাস ধরে ইলিয়াস রাসেলরা হুমকি দিয়ে আসছিলো। মেরে ফেলার হুমকির ঘটনায় মাস খানেক আগে মামুন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু গেল দু-তিন দিন আগে আবারও নিয়ে গুম করে মেরে ফেলার হুমকি দেয়। গত বুধবার রাতে ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি...