গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় প্রাথমিক সম্মতি দিয়েছে হামাস ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবে অগ্রগতির লক্ষণ দেখা দেওয়ায় বিভিন্ন মহল দ্রুতই প্রতিক্রিয়া জানিয়েছে। প্রায় সবাই একবাক্যে মেনে নিয়েছেন যে, দু বছর ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ও টেকসই শান্তি প্রতিষ্ঠায় কিছুটা আশার আলো দেখা যাচ্ছে। মিসর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায় শার্ম আল শেখে অনুষ্ঠিত পরোক্ষ আলোচনার ফলে এই চুক্তিতে অগ্রগতি দেখা যাচ্ছে। বৈশ্বিক প্রতিক্রিয়া নিয়ে এই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে। ট্রাম্প বলেছেন, উভয় পক্ষ গাজার যুদ্ধ শেষ করতে তার পরিকল্পনার প্রথম ধাপে স্বাক্ষর করেছে—যার মধ্যে বন্দিদের মুক্তি ও ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত। ট্রাম্প একে ‘বছরের পর বছর যুদ্ধের পর শান্তির সূচনা’ আখ্যা দিয়ে বলেন, বিশ্ব এখন ইতিহাসের এক বিশেষ মুহূর্ত প্রত্যক্ষ করছে। এটি বিশ্বের জন্য এক মহান...