স্বাধীনতার ৫৩ বছর পরও দেশের মানুষ এখনো প্রত্যাশিত স্বাধীনতা ও ন্যায়বিচারভিত্তিক সমাজের সুফল পায়নি বলে মন্তব্য করেছে মানবাধিকার সংগঠন ‘হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি’(এইচআরএসএস)। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সংস্থাটির নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম ২০২৫ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত মানবাধিকার পরিস্থিতি নিয়ে এক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এলেও মানবাধিকার ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়নি। গুম বা ক্রসফায়ারের মতো ঘটনা না ঘটলেও, রাজনৈতিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, মব লিঞ্চিং, সংখ্যালঘু ও সাংবাদিকদের ওপর হামলা উদ্বেগজনক হারে বেড়েছে। এই সময়ে কমপক্ষে ৬৯২টি রাজনৈতিক সহিংসতায় ১০৭ জন নিহত ও ৫ হাজার ৫৭৯ জন আহত হন। এর মধ্যে বিএনপির অভ্যন্তরীণ সংঘর্ষেই ঘটে ৫৮৭টি ঘটনা। সাংবাদিকদের ওপর ২৩৬টি হামলার ঘটনায় ২ জন নিহত এবং...