এতদিন চুটিয়ে প্রেম করার পর এবার ভাঙনের গুঞ্জন উঠেছে ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া আয়মান ও নির্মাতা রেদওয়ান রনির সম্পর্কে। যে স্বপ্ন দেখে প্রেমকে পরিণয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন সাদিয়া, সেটা যেন শুধু স্বপ্নের মাঝেই আটকে গেল। কারণ শোবিজে চাউর হয়েছে নির্মাতা রনি নাকি ‘নকশী’ নামে এক মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছেন বর্তমানে। আর এ কারণেই সাদিয়া ও রনির প্রেমের পথ বেঁকে গেছে। দুজনকে আর একসঙ্গে কোথাও দেখা যাচ্ছে না। তৈরি হয়েছে দূরত্ব। এই গুঞ্জনের পালে হাওয়া লেগেছে মেহজাবীন অভিনীত ‘সাবা’ সিনেমার প্রিমিয়ারে। সিনেমার প্রিমিয়ারে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শোবিজ অঙ্গনের বিভিন্ন তারকারা মেহজাবীনকে শুভেচ্ছা জানাতে এলেও দেখা যায়নি সাদিয়া আয়মানকে। অনুষ্ঠানে রেদওয়ান রনি একাই উপস্থিত হয়েছিলেন। এ ছাড়া সম্প্রতি দেশের একটি পত্রিকার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও সাদিয়া আয়মান হাজির হয়েছিলেন একাই।...