প্রাথমিক বিদ্যালয় ভবনে গোয়াল ঘর তৈরি করে গরু লালন-পালন করায় চরম আকারে দূষিত হচ্ছে পরিবেশ। স্থানীয় প্রভাবশালী শাহ আলম হাওলাদার ও ফোরকান হাওলাদার প্রভাব খাটিয়ে গোলায় ঘর তৈরি করছেন, গত তিন মাস ধরে পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে বিদ্যালয়টি। চারদিকে বর্জ্য ছড়িয়ে পড়ায় রোগব্যাধি ছড়াচ্ছে এবং শিক্ষাদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। এ ঘটনা ঘটেছে বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পশ্চিম সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। বিদ্যালয় ভবনে গোয়াল ঘর তৈরির সঙ্গে জড়িতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। জানা গেছে, আমতলী উপজেলার পশ্চিম সোনাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেড় শতাধিক শিক্ষার্থী লেখাপড়া করেছে। গত তিন মাস ধরে ওই বিদ্যালয় ভবনের নিচতলায় গোয়াল ঘর তৈরি করে স্থানীয় প্রভাবশালী শাহ আলম হাওলাদার ৫টি গরু ও ফোরকান হাওলাদার ৩টি মহিষ লালন-পালন করছেন। এতে বিদ্যালয়ের পরিবেশ...