বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হিসেবে সাবেক অধিনায়ক বুলবুল দায়িত্ব নেওয়ার পর বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ গ্রহণ করায় অভিনন্দন জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তবে রংপুর বিভাগকে সেই উদ্যোগ থেকে বাদ দেওয়া নিয়ে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সারজিস আলম বলেন, বিসিবি প্রেসিডেন্ট হিসেবে বুলবুল ভাই দায়িত্ব গ্রহণ করেছেন। আপনাকে অভিনন্দন। দায়িত্ব গ্রহণ করেই আপনি বিভাগীয় পর্যায়ে বিসিবির অফিস স্থাপনের উদ্যোগ নিয়েছেন এই জন্য ধন্যবাদ। তিনি বলেন, রংপুর বিভাগ বাদ দিয়ে বাকি ৭বিভাগে বিভাগীয় অফিস স্থাপনের উদ্যোগ আমাদেরকে মর্মাহত করেছে। রংপুর বিভাগে আটটি জেলা রয়েছে। একটি স্বয়ংসম্পূর্ণ বিভাগকে অন্য আরেকটি বিভাগের অধীনে করে দেওয়া এই বিভাগের ক্রিকেটার ও ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত...