২০২৩ সালের আগস্ট মাসে ভারতের চন্দ্রযান-৩ সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। মুহূর্তেই চাঁদে মহাকাশযান নামানো বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ইতিহাস রচনা করে ভারত। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর এই অসাধারণ অভিযানের পেছনে কাজ করেছে কয়েকটি দেশীয় প্রতিষ্ঠান; সেগুলোরই একটি গোদরেজ অ্যারোস্পেস মুম্বাইভিত্তিক গোদরেজ অ্যান্ড বয়েস ম্যানুফ্যাকচারিং কোম্পানির ইউনিট, শতবর্ষী গোদরেজ এন্টারপ্রাইজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান। চার দশকের বেশি সময় ধরে তারা সরবরাহ করছে স্যাটেলাইট উৎক্ষেপণ ও মহাকাশযানের যন্ত্রাংশ; এমনকি ২০১৪ সালের মঙ্গল অভিযানেরও অংশীদার ছিল তারা। ফলে যে গোদরেজকে মানুষ চিনে এসেছে ফ্রিজ, তালা বা ইস্পাতের আলমারির ব্র্যান্ড হিসেবে, সেই কোম্পানি যে মহাকাশ প্রযুক্তির অংশীদার, এ খবর শুনলে অবাকই হতে হয়। গোদরেজ অ্যান্ড বয়েসের নির্বাহী পরিচালক ও পরিবারের চতুর্থ প্রজন্মের প্রতিনিধি নাইরিকা হোলকার বলেন, ‘আমরা ভারতের প্রায় সব মহাকাশ অভিযানের অংশ...