০৯ অক্টোবর ২০২৫, ০১:৫৪ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০২:০৫ পিএম ঐকমত্যের বাইরে কিছু করার সুযোগ নাই। যেটুকু ঐকমত্য হয়েছে ততটুকুর মধ্যেই থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ব্রিফিংয়ে একথা বলেন তিনি। আমীর খসরু বলেন, প্রত্যকেটি দলের নিজস্ব কিছু অধিকার আছে। যারা বিএনপির সাথে আগে জোটে ছিল, তারা চাইলে আলাদাভাবে প্রার্থী দিতেই পারে, আবার জোটেও থাকতে পারে। কাউকে রুল করার মত কিছু নেই। ঐকমত্যের বিষয়ে তিনি বলেন, যতটুকু ঐকমত্য হবে ততটুকু নিয়ে এগিয়ে যেতে হবে। রাজনীতিবিদদের সব নির্ধারণ করার দায়িত্ব জনগণ কোনও রাজনৈতিক দলকে দেয়নি। কোন দল কী করছে সেটা দলের সিদ্ধান্ত। বিএনপি বিএনপির মত করে সিদ্ধান্ত নেবে। এর আগে, বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত...