সিংহের পিঠে বসে আছেন দেবী দুর্গা। তাঁর দশটি হাতে দেবলোকে পাওয়া অস্ত্র ঝলমল করছে। কিন্তু তাঁর লক্ষ্য সেই চিরচেনা মহিষাসুর নয়; তিনি নিশানা করেছেন এক ভিন্নরূপের ‘অসুরকে’, যাকে অশুভ শক্তির প্রতীক হিসেবে দেখানো হয়েছে। সেই মূর্তির মাথায় সোনালি চুল, শরীর সুঠাম, আর মুখের অবয়ব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো। গত সপ্তাহে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উৎসবের সময় অসুররূপী এই ভাস্কর্যটি উন্মোচন করা হয়। এটির প্রতীকী বার্তা উপেক্ষা করা অসম্ভব ছিল। মুর্শিদাবাদের দুর্গাপূজা আয়োজক কমিটির সদস্য সঞ্জয় বসাক সিএনএনকে বলেন, ‘আগে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল। তবে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ভারতকে চেপে ধরার, আমাদের নিচে টেনে নামানোর চেষ্টা করছে। তাই আমরা ট্রাম্পকে এই অসুর হিসেবে দেখিয়েছি, যাকে পরাস্ত করেছেন শক্তিশালী মা দুর্গা।’ পাঁচ দিনব্যাপী দুর্গাপূজা উৎসব...