নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সকল কার্যক্রমে নিষেধাজ্ঞা থাকলেও দীর্ঘ এক বছর না গড়াতেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাদের রাজনীতি নিয়ে আবার আলোচনায় এসেছে। গত ২৮ সেপ্টেম্বর পদপ্রাপ্ত নেতাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দাপ্তরিক প্যাডে সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত চিঠি দেওয়া হয়েছে। এখানে ২০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। তবে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়নি। যদিও কমিটি এখনও প্রকাশ্যে আনেনি সংগঠনটি। এই খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল আলোচনা-সমালোচনা, সেই সাথে অন্যান্য ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে প্রতিক্রিয়া। সমালোচনার মুখে প্রশাসন বলছে, এ বিষয়ে কেউ অভিযোগ দিলে তখন ব্যবস্থা নেওয়া হবে। সম্প্রতি ক্যাম্পাসের বাইরে মিছিল করতে দেখা যাচ্ছে তাঁদের। তা করতে গিয়ে অনেকে গ্রেপ্তারও হয়েছেন। ছাত্রলীগের কমিটি বর্ধিত করা প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলছেন, “যে সংগঠন নিষিদ্ধ, তাদের কমিটি কীভাবে...