এডিবির অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস এন্ড ইনোভেশন প্রোগ্রাম (এস আই সি আই পি) এর আওতায় বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ও এন আরবিসি পিএলসির সহযোগিতায় মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে রয়েল স্যালমন এ উক্ত কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবুল কাশেম। এনআরবিসি ব্যাংক পিএলসি, চট্টগ্রাম ইভিপি, জোনাল হেড মো. সাইফুল আলম চৌধুরী। বাংলাদেশ ব্যাংক এবং ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর, এস আই সি আই পি যুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। এর সভাপতিত্বে অনুষ্ঠানে...