বর্তমান সময়ের কর্মব্যস্ততা, প্রযুক্তির অতিরিক্ত ব্যবহার, পরিবেশ দূষণ ও বয়সজনিত কারণে চোখের নানা সমস্যা বেড়েই চলেছে। চোখের সমস্যায় চিকিৎসা নিতে দেরি করা উচিত নয়। সাধারণ সমস্যার আড়ালেই লুকিয়ে থাকতে পারে চোখের জটিল কোনো সমস্যা। চোখের সমস্যা, প্রতিরোধ, চিকিৎসা ও দৈনন্দিন জীবনে চোখ সুরক্ষার নানা বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন কনসালটেন্ট, আইডিয়াল আই কেয়ার সেন্টারের অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক। সাক্ষাৎকার নিয়েছেন আনিসুল ইসলাম নাঈম— অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক:চোখকে সুরক্ষিত রাখতে হলে আগে জানতে হবে কি কি কারণে দৃষ্টি বিপন্ন হয়। দৃষ্টির সমস্যা কি কি কারণে হতে পারে, তা জানা জরুরি। কর্মক্ষেত্রে আমাদের চোখকে সুরক্ষিত রাখতে এবং ডিজিটাল আই স্ট্রেন বা অন্যান্য ঝুঁকি এড়াতে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। কর্মক্ষেত্রে যারা দীর্ঘক্ষণ কম্পিউটার, ল্যাপটপ...