এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে ভারতের মাটিতে ড্র করার মধ্য দিয়ে ভালো শুরু করেছিল বাংলাদেশ। মাঝে ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ২-১ গোলে হেরে বেকায়দায় আছে জামাল ভূঁইয়ার দল। বৃহস্পতিবার রাতে জাতীয় স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ ম্যাচ হংকং চায়নার বিপক্ষে, মূল আসরে খেলার দৌড়ে টিকে থাকতে নামবেন হামজা-তপুরা। অধিনায়ক জামাল ভূঁইয়া আগে বলেছেন, ‘হংকংয়ের বিপক্ষে ম্যাচ আমাদের জন্য বাঁচামরার।’ ম্যাচের আগেরদিনও তিনি একই কথা বলেছেন, ‘লড়াইয়ে টিকে থাকতে হলে আমাদের এই ম্যাচ জয়ের কোন বিকল্প নেই। আমরা সেরাটা দিয়ে খেলবো মাঠে। আমাদের সামগ্রিক প্রস্তুতি ভালো। ম্যাচ খেলার জন্য সবাই রোমাঞ্চিত।’ হংকংকে হারানো নিয়ে আশাবাদী বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাবরেরাও, ‘আমাদের প্রতি সবার প্রত্যাশা অনেক। প্রস্তুতি খুবই ভালো হয়েছে। আমরা প্রায় ১০ দিন ধরে অনুশীলন করছি, বড় এক চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমাদের কোয়ালিটি...