শ্বাসকষ্ট (অ্যাজমা) ও ফুসফুসজনিত দীর্ঘস্থায়ী রোগ (সিওপিডি) চিকিৎসায় ব্যবহৃত ইনহেলারগুলো পরিবেশের জন্য ভয়ংকর হুমকি হয়ে উঠছে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেস (ইউসিএলএ হেলথ)-এর এক নতুন গবেষণায় দেখা গেছে, এসব ইনহেলারের কারণে প্রতিবছর প্রায় ২০ লাখ মেট্রিক টন কার্বন নির্গত হচ্ছে—যা বছরে ৫ লাখ ৩০ হাজার গ্যাসচালিত গাড়ির সমান কার্বন নিঃসরণের সমান। গবেষণাটি প্রকাশিত হয়েছে চিকিৎসাবিষয়ক খ্যাতনামা জার্নাল জামা (JAMA)-তে। এটি এখন পর্যন্ত ইনহেলারের পরিবেশগত প্রভাব নিয়ে যুক্তরাষ্ট্রে পরিচালিত সবচেয়ে বড় গবেষণা। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত সময়ের তথ্য বিশ্লেষণ করে গবেষকেরা অ্যাজমা ও সিওপিডি চিকিৎসায় অনুমোদিত তিন ধরনের ইনহেলার নিয়ে কাজ করেছেন। এর মধ্যে মিটারড ডোজ ইনহেলার (MDI) সবচেয়ে ক্ষতিকর বলে চিহ্নিত হয়েছে। একাই এটি মোট কার্বন নিঃসরণের ৯৮ শতাংশের জন্য দায়ী। এই ইনহেলারগুলোতে ব্যবহৃত হয় হাইড্রোফ্লুরোআলকেন (HFA) নামের গ্যাস,...