সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে অন্তর্বর্তীকালীন সরকার সব রকমের প্রস্তুতি শুরু করেছে। পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলোও। ইতিমধ্যে প্রার্থিতা নিয়ে তাদের মধ্যে তোড়জোড় শুরু হয়ে গেছে। তবে প্রার্থিতা ঘোষণায় এগিয়ে রয়েছে জামায়াতে ইসলামী। দলটি ইতিমধ্যেই ১৬টি আসনে একজন করে প্রার্থীর নাম ঘোষণা দিয়েছে। প্রার্থীরা যাচ্ছেন জনগণের দ্বারে দ্বারে। মাঠে প্রস্তুতির কাজ শুরু করে দিয়েছেন তারা। অন্যদিকে বৃহৎ রাজনৈতিক দল বিএনপির ‘লেজেগোবরে অবস্থা’। দলটি এখনো প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। চট্টগ্রামের ১৬টি আসনের প্রতিটিতে ৬-৭ জন করে শতাধিক বিএনপি নেতা মনোনয়নের জন্য দৌড়ঝাঁপ করছেন। ফেসবুকসহ নানা মাধ্যমে নিজ নিজ এলাকায় বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসাবে ঘোষণা দিচ্ছেন। এদের মধ্যে অতি তরুণ, ‘আগন্তুক’ বা গত ১৬ বছর মাঠে ছিলেন না—এমন অনেক সাবেক এমপি ও নেতা এখন সরব। এটি...