হাজার হাজার মানুষকে হত্যা, ফিলিস্তিনি ভূখণ্ড ধ্বংস এবং একটি বড় মানবিক সংকট সৃষ্টিকারী যুদ্ধের অবসান ঘটাতে বৃহস্পতিবার গাজা যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে সম্মত হয়েছে ইসরাইল ও হামাস। বৃহস্পতিবার স্বাক্ষরিত এই চুক্তিতে জিম্মি ও বন্দী মুক্তির পাশাপাশি ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের ওপর হামাসের নজিরবিহীন হামলার ফলে শুরু হওয়া দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধের পর গাজায় সাহায্যের পরিমাণ বৃদ্ধিও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিশরে তার ২০-দফা শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনায় একটি চুক্তিতে পৌঁছানোর পর বলেছেন, ফিলিস্তিনি গোষ্ঠী হামাস সমস্ত জিম্মি মুক্তি দেবে এবং ইসরাইল চুক্তি মাফিক সেদেশে সৈন্যদের প্রত্যাহার করবে। কাতার বলেছে, ‘গাজা যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে, ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি ও সাহায্য প্রবেশের দিকে মনোযোগ দেয়া হবে।’ গোষ্ঠীর একটি সূত্র বৃহস্পতিবার এএফপিকে জানায়, হামাস চুক্তির প্রথম...