দেশে দেশে তরুণদের মধ্যে ট্যাটু করার প্রবণতা বাড়ছে। শরীর সাজানোর অন্যতম উপায় এটি।ট্যাটুপ্রেমীরা শরীরের বিভিন্ন অঙ্গে পছন্দসই নকশা করেন। সাধারণত হাত ও পিঠে বেশি ট্যাটু করতে দেখা যায়। এ ছাড়া কেউ কেউ কাঁধে, গলায়ও ট্যাটু করেন। কিন্তু দাঁতে ট্যাটু করা যায়—বিষয়টি ভেবেছেন কখনও? হ্যাঁ! চিনের তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে এই ‘ট্রেন্ড’। তারা দাঁতে ট্যাটু করাচ্ছেন। যেভাবে দাঁতে ট্যাটু করাচ্ছেন চীনের তরুণরাযদি ধারণা করে দাঁতে সুচ ফুটিয়ে নকশা করা হচ্ছে? তাহলে কিন্তু আপনি ভুল ভাবছেন। পাওয়া যাচ্ছে বিশেষ ক্যাপ। সেটি দাঁতে লাগাচ্ছেন তারা। সেখানে আঁকা থাকছে বিভিন্ন নকশা। পছন্দের মতো ক্যাপ কিনছেন প্রেমীরা। হাসপাতাল ও বিভিন্ন ডেন্টাল ক্লিনিকগুলো তরুণদের আগ্রহী করে তুলতে বিশেষ ছাড় দিচ্ছে। একটি প্রাইভেট হাসপাতালের বিজ্ঞাপনে লেখা হয়েছে, ‘‘আমাদের দাঁতের ক্যাপগুলো থ্রিডি প্রিন্ট করা। তবে এগুলি...