আদিবাসী মাওরিদের দলের নতুন এক এমপি তার অভিষেক বক্তব্য দেওয়ার পর পাবলিক গ্যালারিতে থাকা লোকজন আচমকা মাওরিদের ঐতিহ্যবাহী নৃত্য হাকা শুরু করায় নিউ জিল্যান্ডের পার্লামেন্টের অধিবেশন কিছু সময়ের জন্য স্থগিত রাখতে হয়েছে। বৃহস্পতিবার পার্লামেন্টে এ কাণ্ড ঘটেছে বলেছে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তে পাটি মাওরি দলের ওরিনি কাইপারা গত মাসে পার্লামেন্টের একটি খালি আসনে বিজয়ী হয়ে এসেছেন। বৃহস্পতিবারই তিনি প্রথম আইনসভায় ভাষণ দেন। তার ভাষণের পর পার্লমেন্ট কক্ষের অনেক সদস্য ও পাবলিক গ্যালারিতে থাকা অনেকেই তাকে স্বাগত জানিয়ে ঐতিহ্যবাহী একটি মাওরি গান গেয়ে ওঠেন। এই গান গাওয়ার অনুমোদন আগেই নেওয়া ছিল। কিন্তু এরপরই পাবলিক গ্যালারিতে থাকা অনেকে হাকা নৃত্য শুরু করেন, যার অনুমতি ছিল না। পরে পার্লামেন্টের কিছু সদস্যও ওই নৃত্যে যোগ দেন। পার্লামেন্টের স্পিকার গ্যারি ব্রাউনলি তাদের তৎক্ষণাৎ থামতে...