রাজশাহীর আঞ্চলিক ভাষা ও স্থানীয় অ-অভিনেতাদের দিয়ে অভিনয় করিয়ে তুমুল প্রশংসিত হয়ে আছেন নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম। ‘শাটিকাপ’ ও ‘সিনপাট’ নামের সিরিজ দুটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দিয়ে রীতিমতো চমকে দিলেন দর্শকদের। এবার নির্মাতা একই ধারায় নির্মাণ করার কথা জানালেন। নাম রেখেছেন একই রকম, ‘দেলুপি’। তবে আর সিরিজ নয়, এবার সিনেমা। মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। নির্মাতা তাওকীর জানান, ‘দেলুপি’ নামটি এসেছে খুলনার পাইকগাছা উপজেলার দেলুপি ইউনিয়ন থেকে। সেই অঞ্চলের মানুষের জীবন, বাস্তবতা আর সম্পর্কের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে কাল্পনিক বাস্তবতা হিসেবে ‘দেলুপি’র গল্প লেখা। যা শুধু এই অঞ্চলের নয়, বরং একইসঙ্গে দেশের সর্বস্তরের মানুষের জীবনের সঙ্গে মেলাতে পারবে। সিনেমার শুটিং থেকে শুরু করে অভিনয়শিল্পী—সবই স্থানীয়। গল্পেই লুকিয়ে আছে সিনেমার শক্তি।তাওকীর বলেন, “আমি সবসময়ই বাস্তব মানুষের গল্প বলতে চেয়েছি। ‘দেলুপি’ মূলত সেই চেষ্টারই...