বিভিন্ন অভিযোগ, তদন্ত ও গুঞ্জনের মাঝেই আবারও নিজের চেয়ারে ফিরেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট সদস্য বেলাল হোসেন চৌধুরী। গত ২৭ সেপ্টেম্বর বিদেশ সফর শেষে দেশে ফিরে তিনি নিয়মিত অফিস করছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেলাল হোসেন চৌধুরী বলেন, ‘আমি একটি গোষ্ঠীর অপপ্রচারের শিকার। যদি তদন্তে দোষী প্রমাণিত হই, শাস্তি মেনে নেব। কিন্তু তদন্তের আগেই আমাকে হেয় করার চেষ্টা চলছে।’ তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর সরকারি সফরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া গিয়েছিলেন। অভিযোগ ওঠে, আদালতের নিষেধাজ্ঞা থাকা অবস্থায় তিনি দেশত্যাগ করেছেন। তবে পুলিশ পরে ব্যাখ্যা দেয় যে, চলতি বছরের ২ ফেব্রুয়ারি আদালত বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিলেও ৯ সেপ্টেম্বর ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেন। এরপর সরকারি সফরের জন্য অভ্যন্তরীণ সম্পদ...