গত কদিন ধরে ‘সেইফ-এক্সিট’ কথাটা নিয়ে আবার আলোচনা শুরু হয়েছে। বাংলায় 'সেইফ এক্সিট' শব্দটির অর্থ দাঁড়ায় 'নিরাপদ প্রস্থান' বা 'নিষ্ক্রমণ'। এটা দ্বারা নিরাপদ ও ঝামেলামুক্তভাবে কোনো স্থান, অবস্থা বা পরিস্থিতি থেকে বের হয়ে আসার পথকে বোঝানো হয়। সাধারণত জরুরি অবস্থার সময়, ভবন থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার জন্য নির্দিষ্ট পথ ও উপায়গুলোকেও 'সেইফ এক্সিট' বলা হয়। কিন্তু রাজনীতিতে এই শব্দের একটা আলাদা মাহাত্ম্য বা অর্থ আছে। রাজনীতির প্রেক্ষাপটে, কোনো দল বা ব্যক্তির ক্ষমতা থেকে সরে যাওয়ার বা কোনো সংকটপূর্ণ অবস্থা থেকে বের হওয়ার একটি নিরাপদ ও সুবিধাজনক উপায়কে 'সেইফ এক্সিট' বলা যেতে পারে। ফ্যাসিবাদের পতনের পর দেশের ‘সেইফ এক্সিট’ হওয়ার কথা ছিল দুঃশাসন, খুন, গুম, নির্বাচনহীনতা আর জুলুমের দুর্দিন কাটিয়ে দেশ পাবে সুশাসনের পথে এক সেইফ এক্সিট–ছাত্রজনতার গণঅভ্যুত্থানে তাই ছিল জনপ্রত্যাশা।...