বাংলাদেশের কর্মসংস্থান ও শিল্প প্রবৃদ্ধি ক্রমেই কেন্দ্রীভূত হচ্ছে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামকে ঘিরে। সম্প্রতি এই প্রবৃদ্ধির ধারায় রংপুর শহরও যুক্ত হয়েছে। ফলে গঠিত হয়েছে এক ধরনের ‘ত্রিশূল আকৃতির প্রবৃদ্ধি করিডর’—এমন চিত্র ফুটে উঠেছে বিশ্বব্যাংকের ৭ অক্টোবর প্রকাশিত ‘বাংলাদেশ ডেভলপমেন্ট আপডেট-২০২৫’ প্রতিবেদনে। বিশ্বব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে বাংলাদেশে কর্মসংস্থান, জনসংখ্যা ও অবকাঠামো উন্নয়নের ভৌগোলিক বিন্যাসে বড় পরিবর্তন এসেছে। এর পেছনে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে উৎপাদনশীল খাত; বিশেষ করে তৈরি পোশাক ও বস্ত্র শিল্পের দ্রুত সম্প্রসারণ। তবে এই শিল্পায়ন হয়েছে প্রায় পরিকল্পনাহীনভাবে—যা একদিকে দেশের সামগ্রিক প্রবৃদ্ধিতে গতি এনেছে, অন্যদিকে আঞ্চলিক বৈষম্য ও নগরায়ণের ভারসাম্যহীনতা বাড়িয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, কর্মসংস্থান বৃদ্ধির সবচেয়ে বড় অঞ্চল এখন ঢাকা–চট্টগ্রাম করিডর। এখানেই দেশের অধিকাংশ বড় শিল্প কারখানা...