টাইফয়েড টিকা নিয়ে গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ আমিরুল হক। তিনি বলেন, গুজব হলো আমাদের বড় প্রতিবন্ধকতা। এটি কার্যক্রম ব্যাহত করতে পারে।বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সকালে জেলা তথ্য অফিস আয়োজিত ও সিভিল সার্জন অফিসে অনুষ্ঠিত টাইফয়েড টিকা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে পরামর্শমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান।নরসিংদীর সিভিল সার্জন বলেন, গুজব প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। এ টিকা নিলে শিশু-কিশোরদের কোনো সমস্যা হবে না। এ ছাড়া কোনো তথ্য পেলে যাচাই করে পরে পরিবেশনের অনুরোধ জানান তিনি।সিভিল সার্জন জানান, নরসিংদী জেলার ছয়টি উপজেলায় ৬ লাখ ১৫ হাজার ৭২২ জন শিশু কিশোরের মাঝে ‘টাইফয়েড টিকা’ প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশু এবং প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত সবব শিক্ষার্থীদের...