আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজস্ব প্রতীকে অংশগ্রহণের সুযোগ চেয়ে ২২টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রাথমিক নিবন্ধনের আবেদন জানিয়েছে। বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ’-এর পক্ষ থেকে বিষয়টি জানানো হয়। পরিষদের সভাপতি মোবারক হোসেন বিজ্ঞপ্তিতে বলেন, নিবন্ধনের ঘাটতি থাকা দলগুলোকে জনস্বার্থে এই জাতীয় নির্বাচনে প্রাথমিক নিবন্ধন দিতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট দলগুলোকে অন্তত ১০টি আসনে নিজ নিজ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত।তিনি আরও বলেন, এসব দলকে আর্থিক প্রণোদনা দেওয়ার পাশাপাশি ‘গণতান্ত্রিক ফান্ড’ গঠন করা প্রয়োজন, যাতে ক্ষুদ্র রাজনৈতিক দলগুলোও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা রাখতে পারে। যে দলগুলোকে নিয়ে ‘নির্বাচন বিধিমালা সংস্কার আন্দোলন পরিষদ’ গঠন করা হয়েছে, সেগুলো হলো, বাংলাদেশ সৎ সংগ্রামী ভোটার পার্টি, গণ অধিকার পার্টি (পিআরপি), বাংলাদেশ মুক্তি পার্টি,...