চলতি বছর রসায়নে নোবেল পুরস্কার পেয়েছেন সাসুমু কিতাগাওয়া, রিচার্ড রবসন ও ওমর এম ইয়াঘি। ধাতব-জৈব কাঠামো উদ্ভাবনের জন্য যৌথভাবে এ পুরস্কার পেয়েছেন তারা। বুধবার (৮ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টার দিকে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, রসায়নে নোবেলজয়ী তিন বিজ্ঞানী এক ধরনের নতুন আণবিক কাঠামো উদ্ভাবন করেছেন। রসায়নে নোবেল বিজয়ী ওমর ইয়াঘি ছোটবেলায় কখনো ভাবেননি তিনি রসায়ন বিষয়টি নিয়ে পড়াশোনা করবেন। এক ফিলিস্তিন শরণার্থী পরিবারের সন্তান ইয়াঘির ছোটবেলা কেটেছে জর্ডানের আম্মানে। এক ছোট রুমে অনেক ভাই-বোনের সাথে গাদাগাদি করে থাকতে হয়েছে তাকে। বড় হয়েছেন বিদ্যুৎ ও পানি সংকট নিয়ে। শৈশব কষ্টে ভরা, তবু সেই কষ্টের মধ্যে জন্ম নিয়েছিল তার জীবনভর কৌতূহল। স্কুলই ছিল তার একমাত্র মুক্তির পথ, যেখানে তার মন খুঁজে পেত...