আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করেছেন তারকা লেগ স্পিনার রশিদ খান। বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডে ম্যাচে ২০০তম উইকেট পূর্ণ করে দেশের ইতিহাসে প্রথম বোলার হিসেবে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি।শুধু তাই নয়, তিনি এখন প্রথম এশিয়ান ক্রিকেটার যিনি ওয়ানডেতে ২০০টির বেশি এবং টি-টোয়েন্টিতে ১৫০টির বেশি উইকেট নিয়েছেন। গতকাল বাংলাদেশের বিপক্ষে বল হাতে নামার পর থেকেই ছিলেন ছন্দে। ১০ ওভার বল করে মাত্র ৩৮ রান দিয়ে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন রশিদ। বাংলাদেশের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলি ও নুরুল হাসান সোহান, এই তিন ব্যাটারকেই ফেরান তিনি। এই তিন উইকেটের সুবাদে নিজের নাম লিখিয়েছেন ইতিহাসের পাতায়। ১১৫ ওয়ানডেতে এখন পর্যন্ত রশিদের উইকেট সংখ্যা ২০২, গড় মাত্র ২০.২৮ এবং ইকোনমি রেট ৪.২৩। সেরা বোলিং ফিগার ৭ উইকেটের বিনিময়ে ১৮ রান।...