দীর্ঘদিনের শত্রুতা ভুলে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান-এর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বেশ জমে উঠেছে। শুধু তাই নয়, মুসলিম বিশ্বের সঙ্গে কূটনৈতিক টানাপড়েন মেটাতে ট্রাম্পের আস্থাভাজন হয়ে উঠেছেন এরদোয়ান। ফিলিস্তিনের গাজায় শান্তি ফেরাতে যুক্তরাষ্ট্র ও হামাসের সঙ্গে সরাসরি মধ্যস্থতার কাজ শুরু করে দিয়েছেন তিনি। আজারবাইজান থেকে বিমানে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের প্রেসিডেন্ট জানান, ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের পর ওয়াশিংটনের সঙ্গে তুরস্কের একটি নতুন সম্পর্কের অধ্যায় শুরু হয়েছে। ট্রাম্পের প্রস্তাব হামাসকে বোঝাচ্ছে তুরস্কএরদোয়ান বলেন, "প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের হামাসকে যুদ্ধবিরতির প্রস্তাবটি মেনে নিতে রাজি করাতে বলেছেন।" সেই অনুযায়ী, তুরস্ক এখন যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলো হামাসকে বোঝাচ্ছে। তিনি মন্তব্য করেন, "বলতে গেলে হামাসকে ভবিষ্যতের জন্য সেরা একটি পথ দেখাচ্ছে তুরস্ক।" তুরস্কের কর্মকর্তারা মিশরে অনুষ্ঠিত আলোচনায় অংশ নিচ্ছেন বলেও জানান এরদোয়ান। ট্রাম্পের...