এশিয়ান কাপ বাছাইপর্বে টিকে থাকার লড়াইয়ে বৃহস্পতিবার ‘ডু অর ডাই’ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। হংকং-চায়নার বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু নেই লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় শুরু হবে ম্যাচটি, যা বাংলাদেশের জন্য হতে পারে আশা কিংবা হতাশার সীমারেখা। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ গোলে হার এখনো কাঁটছে। তার আগে ভারতের মাটিতে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। সেই ম্যাচ থেকে পাওয়া আত্মবিশ্বাসে ভর করে নতুন করে ঘুরে দাঁড়াতে চায় দলটি। দলে বিদেশি ক্লাবের অভিজ্ঞ খেলোয়াড় হামজা চৌধুরী, শমিত সোম ও ফাহামেদুল ইসলামের উপস্থিতি বাড়িয়েছে ভারসাম্য ও দক্ষতা, যদিও আগের ম্যাচে ফল কাঙ্ক্ষিত ছিল না। অতীত রেকর্ড বলছে, হংকং-চায়নার বিপক্ষে কখনোই জয়ের স্বাদ পায়নি বাংলাদেশ। দুই দলের চার দেখায় দুটিতে পরাজয় ও দুটিতে ড্র করেছে লাল-সবুজরা। সর্বশেষ মুখোমুখি...