ফুটবল মাঠে অর্জনের চূড়ায় পৌঁছানোর পর এবার আর্থিক জগতেও এক নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো। তিনিই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নিয়ারের তালিকায় নাম লেখালেন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, পর্তুগিজ এই ফুটবল মহাতারকার মোট সম্পদের পরিমাণ আনুমানিক ১.৪ বিলিয়ন ডলার। ৪০ বছর বয়সী এই স্ট্রাইকারের আর্থিক সাফল্যের পেছনে বড় ভূমিকা রেখেছে সৌদির ক্লাব আল-নাসরের সঙ্গে তার নতুন চুক্তি। গত জুনে স্বাক্ষরিত এই চুক্তির অর্থমূল্য ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি বলে জানা গেছে। ব্লুমবার্গের প্রতিবেদন বলছে, রোনালদো ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত শুধু বেতন হিসেবেই আয় করেছেন ৫৫০ মিলিয়ন ডলারের বেশি। এতে যুক্ত হয়েছে নাইকির সঙ্গে প্রায় এক দশকের দীর্ঘ চুক্তি, যা থেকে তিনি বছরে প্রায় ১৮ মিলিয়ন ডলার আয় করেন। এছাড়া আরমানি, ক্যাস্ট্রলসহ অন্যান্য এনডোর্সমেন্ট থেকে তার আয় হয়েছে আরও...