ট্রাম্প নিশ্চিত করেছেন, এই চুক্তির ফলে খুব শিগগির সব জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং ইসরায়েল তার বাহিনীকে গাজার একটি নির্ধারিত সীমায় সরিয়ে আনবে। দুই নেতা ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখার অঙ্গীকার করেছেন এবং ট্রাম্পকে সরাসরি ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি সম্পন্ন হয়েছে। মধ্যস্থতাকারী দেশ কাতার এই খবর নিশ্চিত করেছে। দোহা জানিয়েছে, চুক্তির সব শর্ত ও বাস্তবায়ন পদ্ধতি নিয়ে উভয় পক্ষ একমত হয়েছে।ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহিদুল আলমহামাস এক বিবৃতিতে জানায়, তারা এমন একটি সমঝোতায় পৌঁছেছে যা গাজায় যুদ্ধের অবসান ঘটাবে, ইসরায়েলি সেনাদের প্রত্যাহার নিশ্চিত করবে, মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেবে এবং বন্দি বিনিময়ের প্রক্রিয়া চালু করবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) আলজাজিরার এক প্রতিবেদনে বলা...