০৯ অক্টোবর ২০২৫, ০২:২৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০২:২৫ পিএম দেশের শীর্ষ টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন সম্প্রতি প্রিমিয়াম ইলেকট্রনিকস খাতের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান সুমাস টেক লিমিটেডের সঙ্গে একটি কৌশলগত পার্টনারশিপ স্থাপন করেছে। এই পার্টনারশিপের লক্ষ্য হলো সুমাস টেক আউটলেটগুলোতে গ্রামীণফোনের ভবিষ্যৎ-উপযোগী পণ্যগুলো আরও সহজলভ্য করা। পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ ভাউচার সুবিধা। এই উদ্যোগের অংশ হিসেবে, গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস), এবং গ্রামীণফোনের টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা এখন থেকে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোরে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা...