বিশ্ববিদ্যালয় জীবনের বন্ধুত্ব, প্রেম, সম্পর্ক ও টানাপড়েনের গল্পে ‘লিটল মিস ক্যাওস’ নামের যে ওয়েব ফিল্মটি নির্মিত হয়েছিল, সেটি প্রচারে এসেছে। মাহমুদা সুলতানা নির্মিত সিনেমাটি বৃহস্পতিবার থেকে দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে। নবীন শিল্পীদের নিয়ে নির্মিত ‘লিটল মিস ক্যাওসের’ গল্পে রয়েছে শহুরে জীবনে তরুণ-তরুণীদের বেড়ে ওঠা, সম্পর্কের জটিলতা আর জীবনের এলোমেলো মুহূর্তগুলো। অভিনয় করেছেন হোসনে আরা আলী, দীপা খন্দকার, রফিউল কাদের, সাদিকা স্বর্ণা, নাহিন শফিক, ফারিহা রাহমানসহ অনেকে। সিনেমার গল্প এগিয়েছে ইরা ও মারুফ নামের দুই তরুণ তরুণীকে ঘিরে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ফ্যাশনসচেতন, প্রাণবন্ত তরুণী ইরার জীবনে প্রতিদিনই ঘটে নানা রকম ঝামেলা। তার জীবন এলোমেলো, অগোছালো, তবে নানান অভিজ্ঞতায় ভরপুর। ইরা চরিত্রে অভিনয় করেছেন নবীন অভিনেত্রী সাদনিমা বিনতে নোমান। এটি তার প্রথম ওয়েব ফিল্ম। সিনেমাটি নিয়ে সাদনিমা বলেন, "আমিও এ জেনারেশনের দর্শক।...