রাজধানীর মালিবাগের ফরচুন শপিং মলের একটি জুয়েলারি দোকান থেকে প্রায় ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ উঠেছে। বুধবার (৮ অক্টোবর) দিবাগত রাতে মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ‘শম্পা জুয়েলার্স’ নামে দোকানে এ ঘটনা ঘটে। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক এ তথ্য জানান। দোকানমালিক বলেন, গভীর রাতে দোকানের প্রায় ৪০০ ভরি নিজস্ব স্বর্ণালংকার এবং ১০০ ভরি বন্ধকী স্বর্ণালংকার চুরি হয়েছে। বর্তমান বাজারমূল্যে এর পরিমাণ প্রায় ১০ কোটি টাকার বেশি। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে রমনা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। ওসি গোলাম ফারুক বলেন, ‘মালিবাগ ফরচুন শপিং মলের দ্বিতীয় তলার শম্পা জুয়েলার্স থেকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরির অভিযোগ পেয়েছি। সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ১০ মিনিটের দিকে শপিং মলের পেছনের তৃতীয় তলার জানালার গ্রিল...