চীনের ঝেজিয়াং প্রদেশে ঘটেছে এক চমকপ্রদ ঘটনা। পিঠের ব্যথা সারানোর আশায় ৮২ বছর বয়সী এক নারী জীবন্ত আটটি ব্যাঙ গিলে ফেলেছেন। তিনি বিশ্বাস করেছিলেন, প্রাচীন লোকজ চিকিৎসা পদ্ধতি অনুযায়ী এভাবে ব্যথা কমে যাবে। কিন্তু ফল হয়েছে উল্টো—তীব্র পেটব্যথায় শেষমেশ হাসপাতালে ভর্তি হতে হয়েছে ওই নারীকে। খবর সাউথ চায়না মর্নিং পোস্ট (এসসিএমপি)। স্থানীয় গণমাধ্যম জানায়, ওই নারীর পদবি ঝ্যাং। তিনি দীর্ঘদিন ধরে হার্নিয়েটেড ডিস্ক বা ডিস্ক সরে যাওয়া-জনিত কোমর ব্যথায় ভুগছিলেন। এক পরিচিত ব্যক্তির কাছ থেকে শুনেছিলেন, জীবন্ত ব্যাঙ গিলে খেলে নাকি এই ব্যথা সারিয়ে তোলা সম্ভব। এরপরই তিনি পরিবারের সদস্যদের বলেন, কিছু ব্যাঙ ধরে আনতে। তার ছেলে জানান, “আমার মা আটটা জীবন্ত ব্যাঙ খেয়েছেন। এখন ব্যথায় হাঁটতেও পারছেন না।” হাসপাতাল সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদন জানায়, ব্যাঙ খাওয়ার পর তাঁর পরিপাকতন্ত্র...