যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে তাঁর ২০ দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে হামাস ও ইসরায়েলের সম্মত হওয়ার গর্বিত ঘোষণা দিলেও, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগেই গাজায় ইসরায়েলি বাহিনীর হামলা অব্যাহত থাকার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্টের আশাব্যঞ্জক ঘোষণার পরেও সংঘাত বন্ধ না হওয়ায় চুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে নিশ্চিত করেন যে, হামাস ও ইসরায়েল উভয়ই তাঁর শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে। তিনি বলেন, “আমি অত্যন্ত গর্বের সঙ্গে ঘোষণা করছি যে ইসরায়েল ও হামাস—উভয়ই আমাদের শান্তি পরিকল্পনার প্রথম পর্যায়ের বাস্তবায়নের ব্যাপারে সম্মত হয়েছে।” গত মাসে ঘোষিত ট্রাম্পের এই ২০ দফা পরিকল্পনাটি ইসরায়েল আগেই মেনে নিয়েছিল এবং হামাসও সম্প্রতি খানিকটা ইতিবাচক সাড়া দেয়। ট্রাম্পের এই ঘোষণা সত্ত্বেও গাজায় ইসরায়েলি বাহিনীর...