জিম্বাবুয়ে তারকা ক্রিকেটার সিকান্দার রাজা। ব্যাটে-বলে পারফরম্যান্স করে দলটির নির্ভরতার প্রতীক হয়ে উঠেছেন তিনি। আইপিএলসহ বিশ্বের নামিদামি সব ফ্র্যাঞ্চাইজি লিগের তার উপস্থিতি চোখে পড়ার মতো। তারকা এই অলরাউন্ডার তার দৃষ্টিতে সেরা পাঁচ অলরাউন্ডারকে বেছে নিয়েছেন, যেখানে এশিয়ারই তিনজন।দীর্ঘ প্রায় এক দশক ধরে জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম প্রধান মুখ হিসেবে রাজা দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স করে যাচ্ছেন। তার নেতৃত্বে সম্প্রতি জিম্বাবুয়ে ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। দেশকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে তারকা এই ক্রিকেটারের অবদান অনস্বীকার্য।সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডারের নাম প্রকাশ করেন রাজা। তার দৃষ্টিতে সর্বকালের সেরা পাঁচ অলরাউন্ডার হলেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস, বাংলাদেশের সাকিব আল হাসান, পাকিস্তানের শহীদ আফ্রিদি, ভারতের রবীন্দ্র জাদেজা ও ওয়েস্ট ইন্ডিজের ডিজে ব্রাভো।বিশ্বের অনেক লিগে খেললেও বিপিএল তথা...