মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ইসরায়েল ও হামাস গাজা যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় সংক্রান্ত শান্তি কাঠামোর প্রথম ধাপে একমত হয়েছে। এটি ট্রাম্পের প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনার অংশ, যা তিনি গত সপ্তাহে প্রকাশ করেছিলেন। ওই পরিকল্পনা ইসরায়েল, হামাস এবং বিশ্বের অনেক দেশই স্বাগত জানিয়েছে। এই যুদ্ধে এখন পর্যন্ত ৬৭ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা একে ‘গণহত্যার পর্যায়ের যুদ্ধ’ বলে উল্লেখ করেছে। বুধবার রাতে ট্রাম্প ‘ট্রুথ সোশ্যাল’-এ পোস্ট করে বলেন, ‘ইসরায়েল ও হামাস আমার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতির প্রথম ধাপে সম্মত হয়েছে। খুব শিগগিরই সব বন্দিকে মুক্তি দেওয়া হবে, আর ইসরায়েল সেনা প্রত্যাহার করবে নির্ধারিত সীমারেখা পর্যন্ত।’ এর আগে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, প্রয়োজনে তিনি এই সপ্তাহেই মধ্যপ্রাচ্যে যাবেন, যাতে চুক্তি বাস্তবায়নের অগ্রগতি নিশ্চিত হয়।...