স্থানীয় ব্যবসায়ী শাহআলম বলেন, “এই রাস্তার স্বপ্ন আমরা অনেক আগে থেকেই দেখেছি। সবাই ভেবেছিল ভালো রাস্তা হবে, ব্যবসা-বাণিজ্য বাড়বে। কিন্তু যা হচ্ছে, তা শুধু দুর্নীতির উদাহরণ।” স্থানীয়দের দাবি, ‘ইউনুসেন ব্রাদার্স’ নামের ঠিকাদারি প্রতিষ্ঠানটি রাজনৈতিক প্রভাব খাটিয়ে কাজটি নিয়েছে। কাজের মান রক্ষার চেয়ে দ্রুত কাগজপত্রে কাজ দেখিয়ে বিল তোলাতেই তাদের বেশি আগ্রহ। একজন নাম প্রকাশে অনিচ্ছুক শ্রমিক জানান, “আমাদের বলা হয় বেশি বালু দিও, ইট কম দাও। অনেক জায়গায় মাটি দিয়েই ভরাট করতে হয়। আর যারা তদারকি করতে আসে, তাদের আগেই ম্যানেজ করা থাকে।” লাউর ফতেহপুর ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, “প্রথম দিকে কাজের মান খুবই খারাপ ছিল। আমরা চাপ না দিলে ঠিকাদার যেমন খুশি তেমনভাবে...