খবর টি পড়েছেন :১৭৩বলিউড ও ব্রিটেনের মধ্যে নতুন সাংস্কৃতিক ও অর্থনৈতিক সম্পর্কের সূচনা ঘটল বুধবার। ভারত সফরে এসে মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস (ওয়াইআরএফ) স্টুডিও পরিদর্শন করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। ওইসময় তিনি বলিউড তারকা ও যশ রাজ পরিবারের সদস্য রানি মুখার্জিসহ বেশ কয়েকজন সেলিব্রিটির সঙ্গে দেখা করেন।সফরকালে ব্রিটিশ প্রধানমন্ত্রী জানান, যশ রাজ ফিল্মসের সঙ্গে যৌথ উদ্যোগে আগামী বছর ব্রিটেনে তিনটি নতুন ছবির শুটিং শুরু হবে। ওই উদ্যোগের ফলে ব্রিটেনে ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।স্টারমার বলেন, বলিউড আবার ব্রিটেনে ফিরছে- এটি শুধু চলচ্চিত্র শিল্পের জন্য নয়, আমাদের দুই দেশের জনগণের জন্যও গুরুত্বপূর্ণ। এটি কর্মসংস্থান, বিনিয়োগ ও নতুন সুযোগের দ্বার খুলে দেবে। ভারত ও ব্রিটেনের সম্পর্ক আরও দৃঢ় হবে এই উদ্যোগের মাধ্যমে।যশ রাজ ফিল্মসের সিইও অক্ষয় বিধানি...