ওয়াইফাই ধীরগতির অন্যতম কারণ রাউটার সঠিকভাবে না রাখা। বিশেষজ্ঞদের মতে, রাউটার কোথায় রাখা হচ্ছে, সেটিই ইন্টারনেটের গতি ও স্থিতিশীলতার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। নেটওয়ার্ক ভালো রাখতে নিচের পরামর্শগুলো অনুসরণ করা যেতে পারে— রাউটার রাখার সঠিক জায়গা নির্বাচন করুনওয়াইফাই সংকেত মূলত নির্ভর করে রাউটারের অবস্থানের ওপর। রাউটার ঘরের কোনায় বা দেয়ালের পাশে রাখলে সিগন্যাল দুর্বল হয়। তাই সেটি এমন জায়গায় রাখুন, যেখান থেকে পুরো ঘরে সংকেত সমানভাবে ছড়াতে পারে। বদ্ধ জায়গা এড়িয়ে চলুনআলমারি, বাক্স বা কোনো বদ্ধ স্থানে রাউটার রাখবেন না। এসব জায়গা ওয়াইফাই সিগন্যাল বাধাগ্রস্ত করে, ফলে সংযোগ দুর্বল হয়ে যায়। মেঝে থেকে কিছুটা উঁচুতে রাখুনরাউটারটি মেঝেতে না রেখে টেবিল বা আলমারির ওপরে রাখলে সংকেত ছড়ানোর ক্ষেত্র বাড়ে। এতে ঘরের বিভিন্ন কোণে সমান গতিতে ইন্টারনেট পাওয়া যায়। ঘরের কেন্দ্রীয় স্থানে...