বিশ্বের সর্ববৃহৎ খাদ্য ও বাণিজ্য মেলা অনুগা ২০২৫-এ এবার বাংলাদেশের উপস্থিতি সবার নজর কেড়েছে। বাংলাদেশ থেকে সাতটি প্রতিষ্ঠানের পাশাপাশি এবারের মেলায় সারা বিশ্বের ১১০টি দেশের প্রায় ৮ হাজার প্রতিষ্ঠান অংশ নিয়েছে।জার্মানির কোলন শহরের কোলনমেসেতে ৪ অক্টোবর শুরু হওয়া এই মেলা ৮ অক্টোবর শেষ হয়েছে।মেলার আয়োজক সূত্র জানিয়েছে, প্রায় ২০০ দেশের ১ লাখ ৪০ হাজারের বেশি দর্শনার্থী মেলাটি পরিদর্শন করেছেন। বাংলাদেশের সাত প্রতিষ্ঠানের অংশগ্রহণজার্মানির ঐহিত্যবাহী এই খাদ্য মেলায় বাংলাদেশের পক্ষে অংশ নিচ্ছে সাতটি শীর্ষ খাদ্য ও প্রক্রিয়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। ড্যানিশ ফুডস লিমিটেড, ফুলকলি ব্রেড অ্যান্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আইএফএড মাল্টি প্রোডাক্টস লিমিটেড, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কিশওয়ান স্ন্যাকস লিমিটেড, মাসুদ অ্যাগ্রো প্রসেসিং ফুড প্রোডাক্ট ও তানভীর ফুড লিমিটেড। বাংলাদেশ দূতাবাস বার্লিনের পক্ষ থেকে জানানো হয়, এবারের মেলায় বাংলাদেশের অংশগ্রহণ তত্ত্বাবধান...