বিশ্ববিখ্যাত মোটিভেশনাল লেখক ও মনোবিজ্ঞানীডেল কার্নেগি১৯৩৬ সালে প্রকাশ করেন তাঁর যুগান্তকারী বই‘হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল’। মানুষের মন, আচরণ ও যোগাযোগের রহস্য উন্মোচনে এই বই আজও সমানভাবে প্রাসঙ্গিক। কার্নেগির চিন্তাধারা কেবল কর্মজীবন নয়, ব্যক্তিগত জীবনেও ইতিবাচক পরিবর্তন আনে। তাঁর অনুপ্রেরণাদায়ক ভাবনার ভান্ডার থেকে নিচে তুলে ধরা হলো পাঁচটি উক্তি, যা আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে— ১️⃣পাওয়ার আনন্দ খুঁজুন, না পাওয়ার কষ্ট নয়জীবনে যা পেয়েছেন, তার হিসাব করুন। কৃতজ্ঞতা অনুভব করলে বঞ্চনার কষ্ট অনেকটাই হালকা হয়ে যায়। ২️⃣নিজেকে গড়ার তিন স্তম্ভ: আত্মসম্মান, আত্মজ্ঞান ও আত্মনিয়ন্ত্রণযে ব্যক্তি নিজের প্রতি শ্রদ্ধা রাখে, নিজেকে বোঝে এবং নিজের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে, সঠিক জীবনের পথ তার কাছেই উন্মুক্ত হয়। ৩️⃣নিজের পথে চলুন, নিজের মতো করে বেড়ে উঠুনঅন্যের অনুকরণ নয়—নিজেকে জানুন, নিজের লক্ষ্য খুঁজুন...