ধরুন আপনি নায়ক!ধরুন, ধারাবাহিক প্রেমের নাটকে আপনি অভিনয় করছেন প্রেমিকের চরিত্রে!সেট রেডি,ক্যামেরা রেডি,কীর্তনখোলা নদীর তীরে উৎসাহী জনগণ রেডি,লাইটম্যান জামালও রেডি। এসবের একপর্যায়ে আপনি লক্ষ্য করলেনলাইটম্যান জামাল লাইট তাক করেছে আপনার মুখেআর তার নজর নায়িকার খোলা বুকে।ঘটনার প্রতিক্রিয়ায় আপনি জামালের দিকে আড়চোখে তাকিয়েই আছেন। ডিরেক্টর ‘অ্যা… অ্যাকশন!’ বলার মুহূর্তেই আপনি ঝাঁপিয়ে পড়লেন লাইটম্যান জামালের ওপর।কিছুক্ষণ সব চলতে দিয়ে ডিরেক্টর ‘কাট’ বললেন। সঙ্গে সঙ্গে আপনার সাহস দেখে আনন্দে ফেটে পড়লো গোটা ভিড়।ডিরেক্টর খুশি,বেশ ভালো শট এসেছে। তবে নায়িকা জেনি খুশি নয়,লাইটম্যান জামালের দৃষ্টিতে নাকি গাম্ভীর্য আর তৃষ্ণার অভাব ছিল।সে আরেকবার শটটা দিতে চায়। লাইটম্যান জামালের ঠোঁটের কোণে হাসি।মাথা ঝাঁকিয়ে ‘জ্বি ম্যাম’ বলে সে হাসি থামালো। নায়ক হিসেবে আপনার উচিত জামালকে এবার শাস্তির চূড়ান্ত দেখানো।শার্টের হাতা উঠিয়ে আপনি শট নিতে প্রস্তুত! আপনার ভেতরে...