চট্টগ্রাম:এক যুগের বেশি সময় ধরে আগ্রাবাদে কর ভবন নির্মাণের পরিকল্পনা শোনা গেলেও এবার আলোর মুখ দেখছে প্রকল্পটি। জাম্বুরি পার্কের পূর্বপাশে ৭৭ কাঠা জমিতে ৪৩৭ কোটি টাকায় তিনটি বেইজমেন্টসহ ২৩ তলা ভবনটির দরপত্র আহ্বান হবে শিগগির। এ ভবনে ১০ জন কর কমিশনারের অধীনে ১ হাজার কর্মকর্তা-কর্মচারী রাজস্ব আহরণের মহাযজ্ঞ পরিচালনা করবেন। প্রায় ৫ লাখ বর্গফুটের ভবনটি হবে সরকারি পর্যায়ে সবচেয়ে বেশি আয়তনের দ্বিতীয় স্থাপনা।বর্তমানে প্রথম স্থানে রয়েছে জাতীয় সংসদ ভবন। কর ভবন না থাকায় বর্তমানে সিডিএ আবাসিক এলাকায় ছড়িয়ে থাকা তিন-চারটি ভবনের ভাড়া বাবদ বছরে অন্তত ২ কোটি টাকার বেশি খরচ হচ্ছে। এতে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা, বিনিয়োগকারী, ব্যক্তিশ্রেণির করদাতাসহ সেবা দাতা ও গ্রহীতাদের যেমন এক ভবন থেকে আরেক ভবনে ছোটাছুটি করতে হয় তেমনি বর্ষাকালে কিংবা জোয়ারের সময় হাঁটুপানি, কোমরপানি...