খবর টি পড়েছেন :১৪৬বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। ২ ফরম্যাটের সিরিজেই ক্যারিবিয়ানদের নেতৃত্ব দিবেন শাই হোপ।জানা যায়, ১৮ অক্টোবর মিরপুরে ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। সেই সিরিজের জন্য প্রথমবার ওয়ানডে দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান আকিম অগাস্ট। ইনজুরিতে সিরিজ মিস করা এভিন লুইসের জায়গা নিয়েছে এই ব্যাটার। দলে ফিরেছেন স্পিনার খারি পিয়েরে ও অলিক আথানেজে।এদিকে সর্বশেষ নেপাল সিরিজে অভিষিক্ত বাঁহাতি পেসার র্যামন সিমন্ডস ও ব্যাটার আমির জাঙ্গু আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে। এছাড়াও চলমান ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ মিস করলেও টাইগারদের বিপক্ষে দুই ফরম্যাটের স্কোয়াডেই আছেন পেসার শামার জোসেফ। তার পাশাপাশি দুই ফরম্যাটের দলেই আছেন স্পিনার গুদাকেশ মোতি।৩টি ওয়ানডেই অনুষ্ঠিত হবে ঢাকায়। আর চট্টগ্রামে হবে টি-টোয়েন্টি সিরিজের সবগুলো...