দেশের কৃষিজমির মধ্যে খুলনা বিভাগের কৃষিজমি সবচেয়ে বেশি লাভজনক। এই বিভাগের ৫৬ দশমিক ৩৬ শতাংশ কৃষিজমিতে যে চাষাবাদ হয়েছে, তা টানা তিন বছর লাভজনক ছিল। এরপরই রয়েছে বরিশাল ও রংপুর বিভাগ। তবে লাভের দিক থেকে সবচেয়ে পিছিয়ে রয়েছে সিলেট বিভাগ। জাতীয় পর্যায়ে ৪৪ দশমিক ৭৬ শতাংশ কৃষিজমি লাভজনক। সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ‘উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ ২০২৫’–এ এসব তথ্য উঠে এসেছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অগ্রগতি মূল্যায়নের জন্য জরিপটি করা হয়। সারা দেশের মোট ১৫ হাজার ৬০০টি খানা এবং ৭২২টি প্রাতিষ্ঠানিক খামার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে জরিপে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের টানা তিন বছর যেসব কৃষিজমি লাভজনক ছিল, সেগুলোকে প্রত্যাশিত লাভজনক কৃষিজমি হিসেবে চিহ্নিত করা হয়েছে। আর যেসব কৃষিজমি এক বা দুই বছর লাভজনক ছিল, সেগুলোকে...