ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি ব্যবসাও শুরু করেছেন এই অভিনেত্রী। ‘বডি’ নামে তার একটি পোশাকের ব্র্যান্ড রয়েছে। তার এই ব্যবসা প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন পুত্র শাহীম মুহাম্মদ পূণ্যকে। পুত্রকে পদ্ম নামেও ডাকেন ‘মা’ পরীমণি। মাতৃত্বের অভিজ্ঞতা থেকেই ‘বডি’ ব্র্যান্ডের জন্ম বলে জানিয়েছেন পরীমণি। সন্তান জন্মের পর একজন মা যেসব শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মুখোমুখি হন, তার বাস্তব অভিজ্ঞতাকে কেন্দ্র করেই গড়ে উঠেছে ‘বডি’ এর পণ্যসম্ভার।আরো পড়ুন:আমার ১২টা বিয়ে করার ইচ্ছা: পরীমণিআমি আরো ৯৮টি বাচ্চার মা হতে চাই: পরীমণি পরীমণির প্রতিষ্ঠানের তৈরি পোশাকের ফটোশুটে অংশ নিয়েছে ছোট্ট পদ্ম। তার কিছু ছবিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন। পাশাপাশি শুটিংয়ে ছোট্ট পদ্ম কেমন পারফর্ম করে, সেই অভিজ্ঞতা জানিয়েছেন এই অভিনেত্রী। পরীমণি বলেন, “সৃজনশীল কিছু জিনিস বাইবর্ন হয়ে থাকে। আমার এই ছোট্ট বাচ্চাটাও...