প্রাথমিক পরিকল্পনার চেয়েও বেশি, প্রায় ২ হাজার কোটি ডলার অর্থ সংগ্রহের দ্বারপ্রান্তে পৌঁছেছে ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই কোম্পানি এক্সএআই– এমনই উঠে এসেছে মার্কিন বাণিজ্য প্রকাশনার প্রতিবেদনে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুসারে, এ অর্থ সংগ্রহের বড় এক অংশ মার্কিন চিপ নির্মাতা এনভিডিয়ার তৈরি চিপ বা হার্ডওয়্যার প্রযুক্তির সঙ্গে সম্পর্কিত, যা এক্সএআইয়ের চলমান অর্থ সংগ্রহের পরিমাণকে ২ হাজার কোটি ডলার পর্যন্ত নিয়ে যাবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, এ চুক্তির ইকুইটি বা শেয়ারভিত্তিক অংশে প্রায় দুইশো কোটি ডলার পর্যন্ত বিনিয়োগ করছে এনভিডিয়া। এই অর্থায়নে ইকুইটি ও ঋণ– এ দুই ধরনের বিনিয়োগই থাকবে। আর এ চুক্তির বিষয়টি এক্সএআইয়ের ডেটা সেন্টার ‘কলোসাস ২’তে ব্যবহারের জন্য পরিকল্পিত এনভিডিয়ার গ্রাফিক্স প্রসেসিং ইউনিট বা জিপিইউ-এর সঙ্গে সম্পর্কিত। এক্ষেত্রে এক্সএআইয়ের অর্থায়ন দুটি ভাগে ভাগ...